দিরাইয়ে প্রান্ত দাস হত্যার দায়ে শাকিল আহমেদ হাওর থেকে গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : April 27 2025, 15:28
  • 39 বার পঠিত
দিরাইয়ে প্রান্ত দাস হত্যার দায়ে শাকিল আহমেদ হাওর থেকে গ্রেফতার

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রান্ত দাস হত্যার দায়ে শাকিল আহমদকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (২৬ এপ্রিল) রাত ১২টায় উপজেলার তলবাউসি গ্রামের সামনের হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেদিন সন্ধ্যায় উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁন মিয়ার ছেলে শাকিল আহমদ একই গ্রামের সেবক দাসের ছেলে প্রান্ত দাসকে হত্যা করে।
তবে এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়ের হয়নি।
আগের খবর :

দিরাইয়ে তুচ্ছ ঘটনার জের ধরে বড়োভাইকে না পেয়ে ছোটোভাইকে হত্যা

এই ক্যাটাগরীর আরো খবর