জুড়ীকে একটি কৃষিবান্ধব উপজেলায় পরিণত করতে চান নাসির উদ্দিন মিঠু

No Image Available
  • আপডেট টাইম : April 25 2025, 05:12
  • 7 বার পঠিত
জুড়ীকে একটি কৃষিবান্ধব উপজেলায় পরিণত করতে চান নাসির উদ্দিন মিঠু

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, বিগত সরকার হাওর উন্নয়নের নামে কোটি কোটি টাকা হরিলুট করেছে এবং হাওরকে ধ্বংস করে দিয়েছে; কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নের বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দলের নেতা-কর্মীদেরকে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন।
তিনি জুড়ী উপজেলাকে কৃষিবান্ধব একটি উপজেলায় পরিণত করার জন্য কাজ করতে চান বলেও জানান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জুড়ী উপজেলার হাকালুকি হাওরের রাবারড্যাম সংলগ্ন মাঠে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস আয়োজিত ‘মাঠ দিবস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খানের সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্মআহ্বায়ক মতিউর রহমান চুনু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল কাইয়ুম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজান আলী, উপ সহকারী কৃষি কর্মকর্তা রতন পাল, কৃষক সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, আপ্তাব আলী, হাজী সোহেল, সিরাজুল ইসলাম, সেলিম আহমদ, আব্দুর রব, সমাজসেবক মনিরুল ইসলাম, যুবদল নেতা মো ইফতিয়ার গফুর মনি, মৎস্যদল নেতা আমির হোসেন, কৃষকদল নেতা জসীম উদ্দীন প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর