সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপন দাবি

No Image Available
  • আপডেট টাইম : April 23 2025, 16:15
  • 8 বার পঠিত
সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপন দাবি

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ‘বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন-সোচ্চার হোন’ আহ্বান জানিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপন সহ ৬ দফা দাবি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল/১০ বৈশাখ) বিকেল ৩টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি ঘোষণা করা হয়।
সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মেহেদী হাসানের যৌথ সঞ্চালনায় এ সময় ৬ দফা দাবি সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মুনাজ্জির হোসেন সুজন।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, অ্যাডভোকেট রবিউল লেইছ, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, অ্যাডভোকেট মো আব্দুল হক, অ্যাডভোকেট মাসুক আলম, বিজন সেন রায়, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার প্রমুখ।
দাবিগুলোর মধ্যে রয়েছে, বিগত ফ্যাসিবাদের দোসর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রত্যাহার, সিলেটের কৃতি সন্তানদের মধ্যে থেকে নতুন উপাচার্য ও যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ফ্যাসিবাদের সিন্ডিকেট বাতিল করে সুনামগঞ্জের শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও সুধীজন থেকে সিন্ডিকেট সদস্য করা, ডিঙ্গি নৌকার আদলে উদ্ভট লোগো বাতিল করে সুনামগঞ্জের ঐতিহ্য ও শিক্ষার তাৎপর্যপূর্ণ নতুন লোগো তৈরি এবং শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বাসভবন থেকে অস্থায়ী ছাত্রী নিবাস জেলা শহরে স্থানান্তর।

এই ক্যাটাগরীর আরো খবর