বালাগঞ্জ প্রতিনিধি : ইউনেস্কো স্বীকৃত সিলেটের বালাগঞ্জের ঐতিহ্য শীতলপাটির উন্নয়নে বালাগঞ্জ উপজেলা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার (২২ এপ্রিল) কুটির শিল্পের বাজারজাতকারী প্রতিষ্ঠান ঢাকার ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার এ বি এম ইকবাল বালাগঞ্জে শীতলপাটি সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় ও কারিগরদের বাড়ি পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শীতলপাটির বাজারজাত করণের উদ্যোক্তা শাহাব উদ্দিন শাহিন, কারিগর আলতা বেগম, বিক্রেতা নিখিল দাস ও অন্যরা।
মতবিনিময় শেষে বালাগঞ্জ ইউনিয়নের চরভিতা গ্রামে শীতলপাটি কারিগরদের বাড়ি পরিদর্শন এবং শীতলপাটি তৈরির প্রক্রিয়া, বিরাজমান সমস্যা ও সমাধানে করণীয় সর্ম্পকে কারিগরদের বক্তব্য গ্রহণ করা হয়।
উল্লেখ্য, সুজিত কুমার চন্দ বালাগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পরপরই শীতলপাটির কারিগর, বিক্রেতা, মুর্তাচাষী ও উদ্যোক্তাদের সাথে একধিকবার মতবিনিময় করেছেন।
এছাড়া শীতলপাটি উন্নয়ন এবং বাজারজাতকরণের বিষয়ে জেলা প্রশাসককে নিয়েও সভা করেছেন।
শীতলপাটির উন্নয়নে ২ বছর মেয়াদী একটি পরিকল্পনাও গ্রহণ করেছেন।
তিনি জানান, শীতলপাটি ও অন্যান্য পণ্য ঢাকা সহ দেশে এবং বিদেশে বাজারজাতকরণের লক্ষ্যে বিসিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হচ্ছে।
শীতলপাটির বাজারজাতকরণের উদ্যোক্তা শাহাব উদ্দিন শাহিন বলেন, প্রশিক্ষণ, পুঁজি যোগান, উৎপাদন ও বাজারজাতকরণকে গুরুত্ব দিয়ে দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ প্রয়োজন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ডিসেম্বর সাউথ কোরিয়ায় ইউনেস্কোর দ্বাদশ আর্ন্তজাতিক সম্মেলনে বালাগঞ্জের ঐতিহ্য শীতলপাটি ‘ইনটেনজিবল কালচার হেরিটেজ’ তালিকাভুক্ত হয়ে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে।