প্রশিক্ষণের মাধ্যমেই নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব : সিকৃবি উপাচার্য

No Image Available
  • আপডেট টাইম : April 23 2025, 14:53
  • 37 বার পঠিত
প্রশিক্ষণের মাধ্যমেই নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব : সিকৃবি উপাচার্য

বিশেষ প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম বলেছেন, ‘পেশাদারিত্বের জায়গা থেকে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ বাড়াতে হবে।’
তিনি আরও বলেছেন, হাতে কলমে-শেখার অনন্য মাধ্যম হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমেই নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব।
বুধবার (২৩ এপ্রিল/১০ বৈশাখ) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-আইকিউএসির উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অডিটিং এন্ড টেক্সেশান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রফেসর ড মোহাহম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় ও আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড মো রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, সিকৃবির ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব-ই-ইলাহী। দিনব্যাপী প্রশিক্ষণে ‘অডিটিং এন্ড টেক্সেশান’ বিষয়ে বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন, সিলেট কর অঞ্চলের যুগ্মকমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং বিভাগীয় নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মো রফিকুল ইসলাম।
প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৮০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরীর আরো খবর