জকিগঞ্জের নিখোঁজ ৬ জন টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে উদ্ধার

No Image Available
  • আপডেট টাইম : April 22 2025, 17:10
  • 29 বার পঠিত
জকিগঞ্জের নিখোঁজ ৬ জন টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি : কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার হয়েছে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার (২২ এপ্রিল/৯ বৈশাখ) রাত ৯টায় রাজারছড়া পাহাড় থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
গত ১৬ এপ্রিল কক্সবাজার থেকে নিখোঁজ হয়েছিলেন জকিগঞ্জের পশ্চিম লোহারমহল গ্রামের মো লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), ছফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজদের ৪ স্বজন টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এরপর পুলিশ অভিযানে নামে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিখোঁজ ৬ জনকে অপহরণকারীরা অপহরণ করে রাজারছড়া পাহাড়ে জিম্মি করে রেখেছিল। প্রযুক্তির সহায়তায় পুলিশের অভিযানে অপহৃতদের উদ্ধার করা হলেও অপহরণকারী চক্রের কাউকে আটকের খবর জানা যায়নি।
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে নিখোঁজ রশিদ আহমদ কল করে নিখোঁজ এমাদ উদ্দিনের ভাই বাহার উদ্দিনকে জানিয়েছিলেন, টেকনাফ থেকে তাদেরকে ট্রলারে করে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।
গণমাধ্যম কর্মীদের বাহার উদ্দিন আরও জানান, মঙ্গলবার দুপুরে বিদেশী একটি নম্বর থেকে তার মুঠোফোনে কল করে ইন্দোনেশিয়ার বিষয়টি জানানো হয়।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না নিখোঁজদের অক্ষত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর