সাজেল আহমেদ, কার্ডিফ, ইউকে : বাঙালি জাতির কৃষ্টি-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও গৌরবময় অধ্যায় নব প্রজন্মের সামনে তুলে ধরা এবং কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২১ এপ্রিল/৮ বৈশাখ) দিনব্যাপী বর্ণাঢ্য ‘বাংলার মেলা’র আয়োজন করা হয়। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসীরা কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন।
মেলায় স্টলগুলোয় ছিলো দেশী খাবার, কাপড় ও আসবাবপত্র সহ অন্যান্য দেশের খাবার ও পণ্যের সমাহার। প্রতিটি স্টল সাজানো হয় দেশীয় সাজে। নানান জাতের পিঠা আগত সবাইকে গ্রামবাংলার স্মৃতি ভারাক্রান্ত করে।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান, ওয়েলস বাংলা নিউজ সম্পাদক কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর ‘বাংলার মেলা’র মূল আয়োজক বিশিষ্ট সাংবাদিক রাকিব খান ও যুব সংগঠক ইমরান উদ্দীনের যৌথ পরিচালনায় মেলার শুভ উদ্বোধন করেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট, এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ লেখক সাঈম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড বাবলিন মল্লিক, প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার আলী আহমেদ, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান শহীদুল্লাহ্, বিকিটি লিমিটেডের ডিরেক্টর নাজমুল হোসেইন, ডিরেক্টর সামিউল ইসলাম, ওয়েলস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশনের সভাপতি তাহমিনা খান,
কমিউনিটি সংগঠক গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সংগঠক জেসমিন জাহেদ, ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর সেলিম আহমদ, ইউসুফ খান জিমি, আবুল কালাম মুমিন, মুজিবুর রহমান মুজিব, সৈয়দ ইকবাল আহমেদ, বদরুল হক মনসুর, ইব্রাহীম শোভন, সাব্বির হোসেন, মাহবুব রহমান, সাজেল আহমেদ, রিপন মিয়া, কামাল আহমদ ও জাভেদ আহমেদ।
সবাই সুন্দর আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান বিকিটি লিমিটেড ও হোডেক লিমিটেড এবং ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাতীয় ঐক্য, সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের প্রতীক ‘বাংলার মেলা’ আরো বড়ো পরিসরে প্রতিবছর করার অনুরোধ জানান।