সিলেটে তুষার হত্যা || ঘাতক সহ গ্রেফতার ৩ || ফেসবুকে ছড়ানো হয়েছিলো ভুল তথ্য

No Image Available
  • আপডেট টাইম : April 20 2025, 15:13
  • 24 বার পঠিত
সিলেটে তুষার হত্যা || ঘাতক সহ গ্রেফতার ৩ || ফেসবুকে ছড়ানো হয়েছিলো ভুল তথ্য

নিজস্ব প্রতিবেদক : সিলেটের চাঞ্চল্যকর তুষার আহমেদ চৌধুরী হত্যাকাণ্ডের মূল অপরাধী সহ তিন জন গ্রেফতার হয়েছে।
গত ১৫ এপ্রিল রাত পৌণে ৮টার দিকে মহানগরীর দলদলি চা বাগান সংলগ্ন রাস্তায় রায়নগর এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর বড় ছেলে তুষার আহমেদ চৌধুরী (২১) খুন হন।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির মিডিয়া সেল জানায়,
হত্যাকাণ্ডের খবর পাওয়া মাত্র এতে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযানে নেমে বিমানবন্দর থানা পুলিশ নানামুখী তৎপরতায় ঘটনার আড়াই ঘণ্টার মধ্যেই জড়িত জাবেদ (২৫) নামে একজনকে মজুমদারী এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
হত্যাকাণ্ডের ব্যাপারে নিহতের পিতা অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরী অভিযোগ দায়ের করলে বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয় (মামলা নং ১১ তারিখ : ১৬/৪/২০২৫ ধারা : ৩০২/৩৪ দণ্ডবিধি)।
পরবর্তী সময়ে আরো তথ্য উপাত্ত সংগ্রহ করে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিশ্লেষণের মাধ্যমে মামলার মূল আসামি তুষার আহমেদ চৌধুরীর ঘাতক পারভেজকে গ্রেফতারে মাঠে নামে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল বাছেত সরকারের নেতৃত্বে একটি টিম। এসএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রযুক্তিগত সহায়তা ও দিক নির্দেশনায় ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে রবিবার (২০ এপ্রিল/৭ বৈশাখ) রাত অনুমান ২টায় ঢাকার পূর্বাচল সংলগ্ন গাজীপুরের কালিগঞ্জ উপজেলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
পারভেজের বয়স ২০ বছর, পিতার নাম মো সুনাফর আলী সানোয়ার, গ্রাম জালালপুর, উপজেলা বালাগঞ্জ, বর্তমান ঠিকানা কলবাখানী, সিলেট)।
একই সময় হত্যাকাণ্ডে জড়িত তার এক সহযোগী রাজু দাসকেও (২৩, পিতা সোমলাল দাস, রন্নারচর, দিরাই, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা বাগবাড়ি, সিলেট) গ্রেফতার করা হয়।
আসামিরা পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পরপরই একটি স্বার্থান্বেষী ও কুচক্রীমহল সিলেট মহানগরীর জিন্দাবাজার গ্যালারিয়া শপিং কমপ্লেক্সের দোকান কর্মচারী পারভেজকে এই হত্যাকাণ্ডের মূল আসামি বলে তার ছবি ও ফেসবুকের প্রোফাইল লিংক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে মূল আসামিকে আড়াল করার অপচেষ্টা চালায়, যা এসএমপি কর্তৃপক্ষের নিবিড় তদারকি ও তদন্ত টিমের তৎপরতায় নস্যাৎ হয়।
সংগৃহীত তথ্য ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে, দোকান কর্মচারী পারভেজ তুষার আহমেদ চৌধুরী হত্যাকাণ্ডের মূল আসামি পারভেজ নয়।

এই ক্যাটাগরীর আরো খবর