বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত চালু ও প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
তবে সেনাবাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়।
রবিবার (২০ এপ্রিল/৭ বৈশাখ) সকাল ১০টায় শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
পুলিশ অনেক চেষ্টা করেও শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে থেকে সরিয় দিতে সক্ষম হন।