র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চাঁদাবাজি মামলায় একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (১৯ এপ্রিল/৬ বৈশাখ) দুপুরে উপজেলার লেঙ্গুড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় গোয়াইনঘাট থানার চাঁদাবাজি মামলার {নং-২৮, তারিখ-২৩ ডিসেম্বর ২০২৪খ্রি, ধারা-১৪৩/৩৪১/৩৮৫/৩৮৬/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০} ১ নম্বর পলাতক আসামি কামরুল ইসলামকে (২৬, পিতা মৃত কুস্তর আলী, লেঙ্গুড়া, গোয়াইনঘাট, সিলেট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী