দিরাইয়ে সোনার ধান ঘরে তোলার উৎসব || ভারি বৃষ্টির পূর্বাভাসে উদ্বিগ্ন কৃষকেরা

No Image Available
  • আপডেট টাইম : April 18 2025, 16:25
  • 28 বার পঠিত
দিরাইয়ে সোনার ধান ঘরে তোলার উৎসব || ভারি বৃষ্টির পূর্বাভাসে উদ্বিগ্ন কৃষকেরা

মো আয়মান আহমেদ, দিরাই : হাওরের জনপদ সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রতিটি হাওরে চলছে ফসল ঘরে তোলার উৎসব। সর্বত্র বোরোধান কাটা, মাড়াই ও শুকোনো চলছে সমান তালে। এরপরও কৃষকেরা উদ্বিগ্ন। কারণ এ সপ্তাহেই ভারি বৃষ্টির পূবার্ভাস রয়েছে।
আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৮ এপ্রিল/৫ বৈশাখ থকে) থেকে সপ্তাহব্যাপী উজানে ভারি বৃষ্টি হতে পারে। ফলে নামতে পারে পাহাড়ি ঢল। ভাটির জনপদ আক্রান্ত হতে পারে অকাল বন্যায়। তাই উদ্বেগ-উৎকণ্ঠা নিয়েই যত তাড়াতাড়ি সম্ভব সোনার ধান ঘরে তোলার আপ্রাণ চেষ্টা কৃষকদের। উপজেলা প্রশাসন, কৃষি এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষও কৃষকদেরকে এই পরামর্শ দিয়েছে।
উপজেলার বরাম হাওরের কৃষক আব্দুল মালেক জানালেন, পুরোদমে ধান কাটা শুরু হয়ে গেছে; কিন্তু দেখা দিয়েছে শ্রমিক সংকট। দৈনিক এক মণ ধানের বিনিময়েও কাটার লোক পাওয়া যাচ্ছেনা। অন্যদিকে হারভেস্টার (ধান কাটার মেশিন) বিঘা প্রতি নিচ্ছে ২ হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা। তবে ১০-১৫ দিন সময় মিললে ধান কাটা শেষ হয়ে যাবে।
চাপতির হাওরের কৃষক রমেশ দাস আকাশের অবস্থা দেখে আশঙ্কা করছেন শিলা-বৃষ্টির। তাই পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় আছেন বলে জানালেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, এবছর উপজেলায় ৩০ হাজার ১৭৭ হেক্টর জমিতে চাষ হয়েছে। যেহেতু বৃষ্টির পূর্বাভাস আছে সেহেতু সতর্ক হওয়ার জন্য বলা হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সবাই যেন পাকা ধান দ্রুত কেটে ফেলেন। এবার অন্য বছরের তুলনায় সার্বিক পরিস্থিতি এখনো ভালো আছে।

এই ক্যাটাগরীর আরো খবর