দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান : কাইয়ুম চৌধুরী

No Image Available
  • আপডেট টাইম : April 18 2025, 14:28
  • 11 বার পঠিত
দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, টিমওয়ার্ক, দূরদর্শী পরামর্শ ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, সংস্কার সংস্কার বলে গলা ফাটিয়ে লাভ নেই। রাজনৈতিক বৈরী পরিবেশেও বিএনপি বহু আগে থেকে সংস্কারের কথা বলছে। বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের দফা জনগণের চাহিদা অনুযায়ী তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘আবারও আমরা একটি মুক্ত-স্বাধীন দেশে বাস করবো’—এই প্রত্যাশা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশে সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে সিলেটের নেতাকর্মীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন। সেই দিন পুলিশি হামলা, গুলিবর্ষণ ও সহিংসতার মুখে আমরা এক চুলও পিছু হটিনি। সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। পরবর্তী আড়াই মাস ধরে চলা আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা পুলিশের নির্যাতন, মামলা এবং গ্রেফতার সহ নানা ধরনের বাধা সত্ত্বেও রাজপথ ছাড়েননি।
তিনি জানান, এই গণতান্ত্রিক আন্দোলনে অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছেন-একজন প্রাণ হারিয়েছেন। শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি ফ্যাসিস্টদের নির্বাচন বয়কটের সময় সারাদেশের ন্যায় সিলেটও আন্দোলনমুখর জনপদে রূপ নিয়েছিলো।
জেলা বিএনপি সভাপতি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্টদের আমলে যারা নির্বাচন করেছে কিংবা যেকোনোভাবে সহযোগিতা করেছে তাদেরও প্রতিহত করতে হবে। তখন যারা রাতে আওয়ামী লীগ আর দিনে বিএনপি করেছে তাদের সাথে কোনো বন্ধুত্ব চলবেনা। দল করলে দলীয় শৃঙ্খলা মানতে হবে। ভদ্রতাকে দুর্বলতা ভাববেননা। দলের শৃঙ্খলা বিরোধীদের একদিনও দলে করতে দেবোনা-তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের কোনদিন দলের আন্দোলনে দেখা যায়নি, তারা দলের ভুলভাল পরিচয় দিয়ে জনগণের সামনে দাঁড়াচ্ছে। তারা এভাবে দাঁড়াতে পারবেনা। ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, খালেদা জিয়া সরকারের আলে ফেঞ্চুগঞ্জে বহু উন্নয়ন হয়েছে। তখন ফেঞ্চুগঞ্জের রাস্তাঘাট সিলেট-ঢাকা মহাসড়কে রূপান্তরিত হয়েছিল।
তিনি আরও বলেন, গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়েছে। তা অব্যাহত রাখতে দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী নির্ধারণ করবেন। এর আগে অমুক ভাই তমুক ভাই বলে দলকে যারা বিভক্তির রেখায় টানছেন তাদের বিরুদ্ধে দল প্রমাণসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নিবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত হোসেন রুহেল এবং পরিচালনা করেন উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক মো শাহিন আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্মসম্পাদক কুহিনূর আহমদ ও সহদপ্তর সম্পাদক মাহবুব আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার উদ্দিন ফেদল, সহসভাপতি মহিবউদ্দিন বেলাল, রেজাউর রহমান চৌধুরী রাজু, ফখরুল ইসলাম পাপলু, সাদিকুর রহমান টিপু, জিয়াউল হক জিয়া, সাহেদ উদ্দিন মেম্বার, বিএনপি নেতা আব্দুস সালাম জুয়েল, আতাউর রহমান চৌধুরী মনাই, জামাল আহমদ চৌধুরী, আকরাম হোসেন, যুগ্মসম্পাদক আছাদুর রহমান, রুহুল আমিন প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর