র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব নাশকতা মামলায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ জুয়েলকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত পৌণে ৯টার দিকে উপজেলার ইশানকোণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় এসএমপির কোতয়ালি মডেল থানার নাশকতা ও সহিংসতা মামলার (এফআইআর নং-১৫/৪৯৬, তারিখ- ০৭ নভেম্বর ২০২৪ খ্রি, ধারা- ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০) মূলে নাশকতা ও সহিংসতা মামলার আসামি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সৈয়দপুর শাহাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সৈয়দ জুয়েল মিয়াকে (৫৬, পিতা মৃত সৈয়দ খলা মিয়া, সৈয়দপুর ইশানকোণা, জগন্নাথপুর, সুনামগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী