বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আগাম বন্যার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ।
উপজেলা সম্মেলন কক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাশের পরিচালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মুজিবুর রহমান, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা হেপী দাশ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা আ জ ম সালাহ উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, প্রশাসনিক কর্মকর্তা সাদিকুর ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরুজ্জামান, আনসার ভিডিপি প্রশিক্ষক বিলকিস খানম, শিক্ষক সাইফুল ইসলাম, আসিদ আলী, শাসসুল আলম, আব্দুল হান্নান, লায়েক মিয়া, নিরাপদ এনজিও সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির আলী, ইউপি মেম্বার শহিদ মিয়া, রিংকু রঞ্জন দাশ, রোকেয়া বেগম, তারেক আজিজ, আব্দুল্লাহ প্রমুখ।
সভায় দুর্যোগ মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত ও শিক্ষক দ্বারা পরিচালনা, নিয়ন্ত্রণ কক্ষ ও হট লাইন চালু, নৌকা, শুকনো খাবার ও ঔষধ মজুদ, বেসরকারি ত্রাণ বিতরণকারী দাতা, সংস্থা, ব্যক্তি ও ক্লাব সমূহের উপজেলা প্রশাসনকে অবগত করে ত্রাণ বিতরণ, হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু, প্রাণী সম্পদের জন্য খাদ্য মজুদ, বালু ও ব্যাগ প্রস্তুত, স্কাউট, যুব সংগঠন ও রাজনৈতিক দলের যুব সমাজকে সংযুক্ত করে টিম গঠন ও প্রশিক্ষণ প্রদান সহ বিভিন্ন বিষয়ে সিন্ধান্ত নেওয়া হয়।