মাধবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত আহত ১৩ || ২ শিশুকে ঢাকায় প্রেরণ

No Image Available
  • আপডেট টাইম : April 18 2025, 09:23
  • 13 বার পঠিত
মাধবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত আহত ১৩ || ২ শিশুকে ঢাকায় প্রেরণ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল/৫ বৈশাখ) রাত ২টার দিকে বাখরনগর এলাকায় ঢাকাগামী ট্রাক (নম্বর চট্ট মেট্রো ট ১১-৬৩৩১) ও পিকআপের (নম্বর ঢাকা মেট্রো ন-১৯-৮৭৯১) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), তার ভাই হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার পংশীপুর গ্রামের মালেক মিয়ার ছেলে পিকআপ হেলপার রহিম মিয়া (২২)।
আহত ১৩ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আশংকাজনক অবস্থায় দুই শিশুকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, বাসাবাড়ির মালামাল সহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিল। ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

এই ক্যাটাগরীর আরো খবর