জৈন্তাপুর ও কানাইঘাটে বিজিবি আটক করেছে অর্ধকোটি টাকার ভারতীয় মদ মহিষ ও চিনি

No Image Available
  • আপডেট টাইম : April 17 2025, 08:44
  • 26 বার পঠিত
জৈন্তাপুর ও কানাইঘাটে বিজিবি আটক করেছে অর্ধকোটি টাকার ভারতীয় মদ মহিষ ও চিনি

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ভারতীয় মদ ও মহিষ সহ প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল/৪ বৈশাখ) জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দলিউপজেলার সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় মহিষ আটক করা হয়। এগুলোর সিজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
একইদিন সুরাইঘাট ও সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলায় মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২৪ হাজার ৫০০ টাকার ১৩৩ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৫০০ কেজি চিনি আটক করে।
এছাড়াও বুধবার (১৬ এপ্রিল) জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দলিবিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় প্রায় ২৪ লাখ টাকা মূল্যের আরো ১২টি ভারতীয় মহিষ আটক করে।–তথ্য বিবরণী

এই ক্যাটাগরীর আরো খবর