এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার অপেক্ষায় সিলেট বিএনপি : কাইয়ুম চৌধুরী

No Image Available
  • আপডেট টাইম : April 17 2025, 08:24
  • 19 বার পঠিত
এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার অপেক্ষায় সিলেট বিএনপি : কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এখনো বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর পরিবারের অপেক্ষার অবসান হয়নি। তার নিখোঁজ রহস্য অমীমাংসিত। সিলেট বিএনপি তাকে ফিরে পেতে অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল/৪ বৈশাখ) দুপুরে এম ইলিয়াস আলীর ১৩তম নিখোঁজ দিবস উপলক্ষে মহানগরীর কোর্ট পয়েন্টে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপি সভাপতি বলেন, ‘তৎকালীন সরকারের নানা আশ্বাস সত্ত্বেও আজ পর্যন্ত এম ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা বিশ্বাস করি, তিনি এখনো জীবিত এবং সংশ্লিষ্ট মহল তার অবস্থান সম্পর্কে অবগত। সিলেটবাসীর হৃদয়ের এই নেতার খোঁজ না পাওয়া আমাদের জন্য গভীর বেদনা ও ক্ষোভের বিষয়। এটি একটি জাতির জন্য চরম লজ্জার। আমরা ন্যায়বিচারের আশায় আন্দোলন চালিয়ে যাচ্ছি। গুম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের লক্ষ্যে আন্তর্জাতিক মানের তদন্ত কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি।’
সম্প্রতি কথিত ‘আয়নাঘর’ থেকে গুম হওয়া কয়েক ব্যক্তির ফিরে আসার প্রসঙ্গ উল্লেখ করে কাইয়ুম চৌধুরী বলেন, এই ঘটনাগুলো এম ইলিয়াস আলী গুমের প্রসঙ্গকে নতুন করে সামনে এনেছে।
একইভাবে নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদের ক্ষেত্রেও উল্লেখ করে তিনি তাদের সন্ধান ও মুক্তির দাবি জানান।
মানববন্ধনে অন্যান্য বক্তা বলেন, অতীতে যেসব ভুলের কারণে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়েছিল, বর্তমান সরকার যেন সে ভুলগুলো না করে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। জনগণ এখন যেসব অপকর্ম দেখে ক্ষুব্ধ, সেগুলো পরিহার করে সামনের দিকে এগোতে হবে।
তারা আরও বলেন, গুমের ঘটনাগুলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে ফেলছে দেশকে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন একান্ত প্রয়োজন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি ও সহসভাপতি মামুনুর রশিদ মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জেলা সহসভাপতি নাজিম উদ্দিন লস্কর, সামিয়া বেগম চৌধুরী, গৌছ আলী, লিলু মিয়া, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, যুগ্মসম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, কোহিনূর আহমদ, আবুল কাশেম, মাহবুবুল হক চৌধুরী ও শাকিল মোর্শেদ, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, লোকমান আহমদ, অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, তাসনিম শারমিন তামান্না, আল মামুন খান ও মাহবুব আলম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এতে এম ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান ও মুক্তির দাবি জানানো হয়।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর