দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা : নিন্দা নবীগঞ্জ প্রেসক্লাবের

  • আপডেট টাইম : September 19 2021, 02:42
  • 208 বার পঠিত
দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা : নিন্দা নবীগঞ্জ প্রেসক্লাবের

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ প্রেসক্লাব সংগঠনের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য সরওয়ার শিকদার এবং নির্বাহী সদস্য এম মুজিবুর রহমানের বিরুদ্ধ ‘মিথ্যা’ মামলা দায়েরে তীব্র নিন্দা জানিয়েছে।
শনিবার সকালে নবীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ নিন্দা জানানো হয়।
এছাড়া সভায় অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো সেলিম তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহসভাপতি শাহ সুলতান আহমেদ, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য মো ফখরুল আহসান চৌধুরী, মো তোফাজ্জল হোসেন, এ টি এম সালাম, মো সরওয়ার শিকদার, মো রাকিল হোসেন, এম মুজিবুর রহমান,এম এ মুহিত।

এই ক্যাটাগরীর আরো খবর