কার্ডিফে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন || ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ

No Image Available
  • আপডেট টাইম : April 09 2025, 05:00
  • 46 বার পঠিত
কার্ডিফে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন || ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ

সাজেল আহমেদ, কার্ডিফ, ইউকে : বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রিটেনের কার্ডিফে আয়োজিত আলোচনা সভায় ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
এসময় ফিলিস্তিনের মজলুম জনগণের হেফাজতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ওয়েলফেয়ার সেন্টারে লোকাল কমিউনিটির নানা শেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
একই সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং ঈদ পুনর্মিলনীও অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শাহজালাল মসজিদের সাবেক সহকারী ঈমাম ক্বারি শাহ মোহাম্মদ তসলিম আলী। দোয়া পরিচালনা করেন, আনজুমানে আল-ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ।
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হান্নান শহীদুল্লাহর সভাপতিত্বে ও অনারারি সেক্রেটারি মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, শাহজালাল মসজিদের সাবেক ট্রাস্টি আব্দুল আহাদ চৌধুরী, শাহজালাল মসজিদের সাবেক সভাপতি আলী আকবর, হাফিজ খায়রুল আলম, ডিরেক্টর নজীর উদ্দীন, ডিরেক্টর মাহমুদ হোসেইন, আজমল আলী, ইসলাম উদ্দিন ও রমজান আলী।
বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী জিহাদ অনিবার্য। আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকায়। পশ্চিমা বিশ্বের এমন অবস্থান তাদের জন্যই আত্মঘাতি হয়ে উঠবে।

এই ক্যাটাগরীর আরো খবর