গ্রাম-পুলিশকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা দেশমাতৃকার কল্যাণে কাজে লাগাতে হবে

No Image Available
  • আপডেট টাইম : April 08 2025, 15:55
  • 21 বার পঠিত
গ্রাম-পুলিশকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা দেশমাতৃকার কল্যাণে কাজে লাগাতে হবে

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট-এনআইএলজি মহাপরিচালক (গ্রেড-১) মো আব্দুল কাইয়ুম বলেছেন, গ্রাম-পুলিশ বাহিনীকে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। নিজেকে গড়ে তুলে দেশের জনগণকে সেবা দেওয়াকে ও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।’
তিনি আরো বলেছেন, মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে গভীর মনোযোগ সহকারে, যাতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা দেশমাতৃকার কল্যাণে কাজে লাগানো যায়।’
মহাপরিচালক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এই দেশ আমাদের, এই দেশকে সবাই মিলেমিশে সমৃদ্ধ করতে হবে।’
মঙ্গলবার (৮ এপ্রিল/২৫ চৈত্র) সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনআইএলজির উদ্যোগে ও সিলেট সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত গ্রাম-পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
মহাপরিচালক আব্দুল কাইয়ুম বলেন, প্রশিক্ষণ একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম-পুলিশ। তাই এই বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি বলেন, গ্রাম-পুলিশ বাহিনীর জন্য এই প্রশিক্ষণ কর্মশালা অনেক তাৎপর্যপূর্ণ। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের সেবায় কাজে লাগাতে হবে।’
স্বাগত বক্তব্য রাখেন, এনআইএলজির যুগ্মপরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মোহাম্মদ জাহিদ আখতার। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলার পুলিশ সুপার মো মাহবুবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সুবর্ণা সরকার, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ ও জেলা আনসার-ভিডিপির সহকারী কমান্ডেন্ট তানিয়া আক্তার।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন ১৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনেরা। সঞ্চালনা করেন, আবুল মনসুর আসজাদ।
এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের ১৬টি জেলায় একযোগে শুরু হয়েছে।
প্রশিক্ষণ কোর্সে সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম-পুলিশ অংশ নিচ্ছেন।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর