জুড়ীতে হামলায় সাংবাদিক আহত || অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

No Image Available
  • আপডেট টাইম : April 08 2025, 07:26
  • 27 বার পঠিত
জুড়ীতে হামলায় সাংবাদিক আহত || অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি হারিস মোহাম্মদ অতর্কিত হামলায় আহত হয়ে জুড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় তার উপর এই হামলার ঘটনা ঘটে।
দুপুরে একটি জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সংবাদ প্রকাশের জের ধরে হারিস মোহাম্মদের উপর হামলা করে পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে আবুল কাশেম ও তার ভাই মাসুক মিয়া। এলাকার লোকজন আহত সাংবাদিককে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও জুড়ী থানা পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় হারিস মোহাম্মদ জুড়ী থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন হামলার তীব্র নিন্দা করে বলেছেন, সাংবাদিকতা এমন এক পেশা যার কোন বন্ধু থাকেনা। সাংবাদিকদের শত্রু বেশি। একজন সাংবাদিক যখন সঠিক সংবাদ প্রকাশ করেন তখন সমাজের দুর্নীতিবাজরা, দখলবাজরা, সন্ত্রাসীরা, ভূমিখেকোরা, জুলুমকারীরা ও সিন্ডিকেট নেতারা সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বিভিন্ন পন্থায় সাংবাদিকদের কলম চিরতরে বন্ধ করার কাজে লিপ্ত থাকে।

এই ক্যাটাগরীর আরো খবর