নিজস্ব প্রতিবেদক : দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ।
এক বিবৃতিতে সিলেট চেম্বার নেতৃবৃন্দ এ গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহবানও জানিয়েছেন।
বিবৃতিতে গাজায় গণহত্যার প্রতিবাদকালে সোমবার (৭ এপ্রিল) সিলেটের বাটা, কেএফসি ও ইউনিমার্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মুজিবুর রহমান মিন্টু বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যক্তি মালিকানাধীন সম্পদ। রাষ্ট্রের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট অত্যন্ত ঘৃণিত ও ন্যাক্কারজনক কাজ।
তিনি ধরনের কাজে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।