নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব গাইবান্ধার একটি হত্যামামলার এক আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (৬ এপ্রিল) রাতে সুনামগঞ্জ পৌরসভার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মামলা (নং-৪৩, তাং-৩০/০১/২০২৫ খ্রি, ধারা-১৪৩/৩৪২/৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) মূলে হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মো ফেরদৌস সরকারকে (২৩, পিতা মো আনোয়ার হোসেন, পারসোনাইডাঙ্গা, আদর্শ গ্রাম, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।