হবিগঞ্জে ঈদের জামাত আয়োজন নিয়ে হত্যাকাণ্ড || প্রধান আসামি গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : April 06 2025, 10:43
  • 13 বার পঠিত
হবিগঞ্জে ঈদের জামাত আয়োজন নিয়ে হত্যাকাণ্ড || প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জে ঈদের জামাত আয়োজনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (৬ এপ্রিল/২৩ চৈত্র) রাতে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যপাড়া চেঙ্গামুড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় হবিগঞ্জের নবীগঞ্জ থানার মামলা (নং-৩৪/৭৫, তারিখ-২৯/০৩/২০২৫ খ্রি, ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) মূলে ঈদের জামাত আয়োজন নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যামামলার প্রধান আসামি কাজী মোজাহিদকে (৩), পিতা কাজী সুন্দর আলী, সদরঘাট, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতরা করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর