সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
একই সঙ্গে তিনি শারীরিক অসুস্থতার সময়ে যারা তার ও তার পরিবারের খোঁজখবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে আব্দুল কাইয়ুম চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। শারীরিক অসুস্থতার কারণে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে কিছু দিন যাবত সবার সাথে যোগাযোগ হতে বিরত ছিলাম। এ সময় অনেকেই আমার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন। আমি তাদের দোয়া ও ভালোবাসায় আবেগ আপ্লুত। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শীঘ্রই আমি আপনাদের মাঝে ফিরে এসে আমার প্রাণের শহর সিলেটে আপনাদের সাথে মিলিত হবো, ইনশাল্লাহ। আমার অন্তরের অন্তঃস্থল হতে আপনাদের সবার জন্য দোয়া ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।’