মাধবপুরে নকশা বহির্ভুত ইমারত নির্মাণ : কাজ বন্ধের নোটিশ

  • আপডেট টাইম : September 16 2021, 19:00
  • 203 বার পঠিত
মাধবপুরে নকশা বহির্ভুত ইমারত নির্মাণ : কাজ বন্ধের নোটিশ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শ্যামলিপাড়া আবাসিক এলাকায় পৌরসভার অনুমোদিত নক্শা বহির্ভুত একটি ইমারত নির্মাণ কাজ বন্ধ করতে পৌর কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো সহিদুল ইসলাম শ্যমালীপাড়ায় সুশান্ত পালকে ৮ সেপ্টেম্বর এই নোটিশ দেন।
এতে বলা হয়েছে, সুশান্ত পাল কোন জায়গা না ছেড়ে ইমারত নির্মাণ করছেন, যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, ইমারত আইন ১৯৫২ ও ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর পরিপন্থী। তাই অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করতে ও নকশা বহির্ভুত অংশ ভেঙ্গে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা স্বপন রায় জানান, বিষয়টি নিয়ে থানা পুলিশসহ একাধিকবার বসা হয়। তারা প্রতিবাদ করলে সুশান্ত পাল ভয় দেখান।
সুশান্ত পাল জানান, দুইবার বসা হয়েছে। সালিশের রায় স্বপন রায় ও রিমন বণিক মানতে চাইছে না। একটি গেইট নিয়ে নোটিশ করা হয়। গেইটি ভেঙ্গে যেভাবে করার নিয়ম রয়েছে সেই ভাবে করা হবে। অন্যান্য অভিযোগ সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন।
মাধবপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম জানান, ভবনটিতে কিছুটা নকশা বহির্ভুত কাজ করা হয়েছে। নোটিশ না মেনে কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর