মৌলভীবাজারে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন

No Image Available
  • আপডেট টাইম : March 25 2025, 07:20
  • 19 বার পঠিত
মৌলভীবাজারে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন

মৌলভীবাজারে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সচেতন নাগরিক ফোরামের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, লেখক
ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি এম খালেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব, নাগরিক কমিটির ফাহাদ আলম, সচেতন নাগরিক ফোরামের সৈয়দ জুয়েল আহমদ, মশিউর রহমান বেলাল, মাহমুদুর রহমান, সমাজকর্মী আবদাল হোসাইন, মাওলানা আব্দুল ওয়াজিদ, সৈয়দ আখতার হোসেন দুলন, নাজমুল খান, মো মনির উদ্দিন, শেখ তামজিদ হোসেন অভি, আশরাফুল ইসলাম তানভীর, কামরান আহমদ, রেদওয়ান আহমদ ছামী, ইশতিয়াক হোসেন চৌধুরী, রকিব হোসেন ইমন, মোহাম্মদ সুমন, তারেক হাসান, নায়েব খান ও সৈয়দ ইমরান আলী।
বক্তারা মৌলভীবাজার জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে হাসপাতালের বর্তমান সমস্যা দূরীকরণ, চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও দ্রুত মৌলভীবাজারে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।
পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর এসব দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।
এদিকে ব্রিটেন থেকে মৌলভীবাজারে সরকারি মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়ালর্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের এডমিন ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ গ্রুপের সকল সদস্য এক বিবৃতিতে মৌলভীবাজার সদরে একটি সরকারি মেডিক্যাল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর চালু, মৌলভীবাজার জেলা সড়ককে চার লেন করা, মৌলভীবাজার সদর হাসপাতালের বর্তমান সমস্যা দূরীকরণ ও চিকিৎসা সেবার মান বৃদ্ধি সহ ১০ দফা দাবি পূরণের আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর