নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা যে বা যারা করবে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে।
তিনি আওয়ামী লীগেক নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইঊনূসের বক্তব্যেরও নিন্দা জানিয়েছেন।
শনিবার (২২ মার্চ/৮ চৈত্র) সিলেট মহানগরীর আমানউল্লাহ কনভেনশন হলে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলের আগে সাংবাদিকদের প্রশ্নে কথা বলছিলেন।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সেনানিবাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য শিষ্টাচার বহির্ভূত বলেও তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।
তিনি বলেন, রাজনৈতিক বিষয়ে রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ কাম্য নয়।