বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বোরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সিলেট মহানগরীর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরী চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মো মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
এ সময় তিনি বলেন, ‘যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের ওপর হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়; কিন্ত বিশ্ব বিবেক যেন নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, তারা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না এ প্রশ্ন আজও রয়ে গেছে।’
ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও মহানগরীর সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, সাবেক সভাপতি মুজিবুর রহমান খান, খেলাফত মজলিস সিলেট মহানগরীর শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ও মাওলানা আব্দুল হামিদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, এমসি কলেজ সেক্রেটারি আহমদ সালমান, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ, শাহজালাল (র) জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি