সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ

No Image Available
  • আপডেট টাইম : March 19 2025, 17:07
  • 27 বার পঠিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ প্রক্টর হিসেবে সোমবার (১৭ মার্চ) দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রক্টর হিসেবে যোগদানের পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ডিন ও সিন্ডিকেট সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সিকৃবির রেজিস্ট্রার দপ্তর জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী শাহনাজ বেগম ২৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে বর্তমানে সিলেট এম সি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।
দায়িত্ব নেওয়ার পর তিনি ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সিকৃবিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর