ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৮৪ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

  • আপডেট টাইম : March 14 2025, 14:08
  • 11 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৮৪ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সাড়ে ৮৪ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার হাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৮৪ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামের মো লুৎফর রহমান (৩০, পিতা রহমত আলী) ও মো রাষ্টু মিয়া (৫০, পিতা জবান আলী)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর