নতুন ফ্যাসিস্টরা গণমাধ্যমগুলো বন্ধ করতে চায় : এনডিবি চেয়ারম্যান

  • আপডেট টাইম : March 14 2025, 13:46
  • 8 বার পঠিত
নতুন ফ্যাসিস্টরা গণমাধ্যমগুলো বন্ধ করতে চায় : এনডিবি চেয়ারম্যান

নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অতীতের ফ্যাসিস্টদের মতো নতুন ফ্যাসিস্টরা গণমাধ্যমগুলো বন্ধ করতে চায়; কিন্তু তারা ভুলে গেছে ছাত্র-যুব-জনতার হৃদয়ের স্পন্দন গণমাধ্যম। এই গণমাধ্যমের কারণেই কালে কালে লোভী-বাটপার- স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ/২৯ ফাল্গুন) সকালে এনডিবির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণমাধ্যম হুমকির মুখে আবার : রাজনৈতিক নেতৃবৃন্দের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতিকে জ্ঞানশূন্য করতে-বিবেকহীন করতে শেখ মুজিবুর রহমান গণমাধ্যমগুলোকে বন্ধ করেছিলেন। গণমাধ্যমহীন দেশেই তার পতন হয়েছে। এরপর তার কন্যা যখনই গণমাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা করেছেন তখনই আন্দোলনের মুখে তাকে পালাতে হয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন, এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কাজী মুন্নী আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আল আমিন বৈরাগী প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর