প্রায় ৪ হাজার ইয়াবা ও ১০৮ বোতল বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

  • আপডেট টাইম : March 12 2025, 10:35
  • 3 বার পঠিত
প্রায় ৪ হাজার ইয়াবা ও ১০৮ বোতল বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটে প্রায় ৪ হাজার ইয়াবা ও ১০৮ বোতল বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (১১ মার্চ) রাতে জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৩ হাজার ৮৪৯ পিস ইয়াবা উদ্ধার ও মো নজরুল ইসলাম (৫৫, পিতা মৃত আব্দুল লতিফ, রসুলপুর, জকিগঞ্জ, সিলেট) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া অপর এক অভিযানে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বাজার এলাকায় ১০৮ বোতল বিদেশী মদ উদ্ধার ও মো মিজানুর রহমান ওরপে খালেদকে (১৯, পিতা আব্দুস সাত্তার, নলজুরী, গোয়াইনঘাট, সিলেট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর