ফেনীতে খুন সহ ডাকাতি মামলার ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম : March 12 2025, 10:18
  • 4 বার পঠিত
ফেনীতে খুন সহ ডাকাতি মামলার ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ফেনী জেলার সদর উপজেলায় ক্লুলেস খুন সহ ডাকাতি মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও র‌্যাব-৭, সিপিসি-১ গত ১০ মার্চ রাতে উপজেলার চারিপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার মামলায় এ দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, অলফত আলী (৪৪, পিতা আব্দুল খালেক, মালিহাতা, ব্রাহ্মণবাড়ীয়া সদর, ব্রাহ্মনবাড়ীয়া) ও খোরশেদ আলম (৩৫, পিতা মৃত আব্দুল কুদ্দুস, পাছগাছিয়া, ফেনী সদর, ফেনী)।
এ সময় তাদের সঙ্গে থাকা ১টি ট্রাক, ১টি, চাপাতি, ১টি চাকু, ১টি হাঁসুয়া ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর