সিলেট জেলা প্রেসক্লাবের ইফতারে অংশ নিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

  • আপডেট টাইম : March 11 2025, 18:21
  • 6 বার পঠিত
সিলেট জেলা প্রেসক্লাবের ইফতারে অংশ নিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সিলেট জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ/২৬ ফাল্গুন) মহানগরীর বারুতখানায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন। সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেটের যুগ্ম বার্তা সম্পাদক, বাংলানিউজের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রথম সহসভাপতি ডেইলি নিউএজের স্টাফ করসপনডেন্ট মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো রেজাউল করিম (পিপিএম-সেবা) বলেন, পবিত্র রমজান মাসে ইফতার ভ্রাতৃত্ব বন্ধনে গুরুত্ব রাখে। সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যে সংযোগ তৈরি হয়েছে তা দৃষ্টান্তমূলক।
সংগঠনের প্রত্যেক সদস্য এ অঞ্চলের মানুষের জন্য ও দেশের উন্নয়নে তাদের কলম চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, কলম সৈনিকরা সব সময় দেশ ও জাতির কল্যাণে সোচ্চার ছিলেন-আগামীদিনেও থাকবেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বিগত সরকারের আমলে কী হয়েছে, মানুষ সেটা ভুলে যেতে চায়। নতুন বাংলাদেশ গড়তে সকলকে নব-উদ্যমে কাজ করে যেতে হবে।
অতিথিবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, খেলাফত মজলিসের নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ ও জামায়াতে ইসলামী মহানগর শাখার নায়েবে আমির ডা নূরুল ইসলাম বাবুল।
বক্তারা বলেন, ইফতার মাহফিল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নেই-হয়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন, যা দেশের স্বার্থে খুবই প্রয়োজন। ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাব এমনই এক আনন্দঘন ইফতারের আয়োজন করেছে।
তারা আরও বলেন, জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্মারক। সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে জেলা প্রেসক্লাব সদস্যদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সংগঠনের প্রতি সকলের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
অতিথিরা সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে তাদের চমৎকার সম্পর্কের বিষয়টি তুলে ধরে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট এ কে এম সামিউল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা, শ্যামল সিলেটের সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক, নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম তুহিন, পূবালী ব্যাংক সিলেট শাখার ডিজিএম প্রদ্যুৎ কান্তি দাশ, জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ ফজুলর রহমান শিপু, খেলাফত মজলিস মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন মহানগর শাখার সভাপতি ডা রিয়াজুল ইসলাম রিয়াজ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলীনা চৌধুরী, সভাপতি সুবর্ণা হামিদ, ইবনে সিনা হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস মোহাম্মদ ওবায়দুল হক, জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর, জেলা বাসদ নেতা প্রণব পাল, খেলাফত মজলিস মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, ফুলকলির উপ-মহাব্যবস্থাপক খন্দকার জসিম উদ্দিন, রঙমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান আহমদ খান ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিশিষ্ট সমাজসেবী ওলিউর রহমান এবং খেলাফত মজলিস মহানগর শাখার অফিস, প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো রেজাউল হক ডালিম। দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

এই ক্যাটাগরীর আরো খবর