মাধবপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অটোচালক নয়ন || গ্রেফতার হয়নি আসামি

  • আপডেট টাইম : March 11 2025, 17:07
  • 6 বার পঠিত
মাধবপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অটোচালক নয়ন || গ্রেফতার হয়নি আসামি

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক সিএনজি অটোরিকশা চালক; কিন্তু ব্যয়বহুল চিকিৎসা করাতে পারছে না পরিবার। মা ও এক সন্তান সহ স্ত্রী অসহায় অবস্থায় দিন পার করছে। অন্যদিকে মামলার কোনো আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।
মামলার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার আদাঐর গ্রামে পূর্ব শক্রতার জের ধরে অটোচালক নয়ন মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে বুকে ও গলায় ছুরিকাঘাত করা হয়। আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা করানো হয়; কিন্তু টাকার অভাবে পুরোপুরি চিকিৎসা করানো যায়নি। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় চিকিৎসা চলছে।
এ ঘটনায় নয়ন মিয়ার মা তাছলিমা আকতার বাদি হয়ে আবু সায়েদ মিয়া ও সুহেল মিয়া সহ ৬ জনের নাম উল্লেখ করে গত ১৩ মার্চ মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৩/৮৬); কিন্তু ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।
নয়ন মিয়ার পরিবারের দাবি, আসামিদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর