হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের প্রাক্তন সংসদ সদস্য, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই আর নেই।
মঙ্গলবার (১১ মার্চ/২৬ ফাল্গুন) সকাল ৯টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাকে সে দেশেই দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাইর মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।