দেশকে অকার্যকর করতেই নানা অপচেষ্টা চালানো হচ্ছে : মৌলভীবাজারের এসপি

No Image Available
  • আপডেট টাইম : March 09 2025, 13:08
  • 19 বার পঠিত
দেশকে অকার্যকর করতেই নানা অপচেষ্টা চালানো হচ্ছে : মৌলভীবাজারের এসপি

বিশেষ প্রতিবেদক : মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই নানা অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরো বলেছেন, যারা আইন নিজের হাতে তুলে নিবে, তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ভবিষ্যতে যাতে মৌলভীবাজার জেলায় রাষ্ট্রের ক্ষতিকারক কোনো কর্মকাণ্ড না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।
রবিবার (৯ মার্চ/২৪ ফাল্গুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
সভায় রমজানকে ঘিরে যানজট নিরসন, ঈদে হাট-বাজারগুলোর নিরাপত্তা, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ, বাজার মনিটরিং ও দব্রমূল্য নিয়ন্ত্রণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে ক মেহেদী হাসান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতা ও সাংবাদিকবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আহবান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর