দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় একের পর এক জলমহাল লুটের ঘটনায় দিরাই ও শাল্লা উপজেলা এবং পৌর বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ/২১ ফাল্গুন) দুপুরে দিরাই উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে আহুত জরুরি সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এই উদ্বেগ প্রকাশ করে এই অপকর্রমর ইন্ধনদাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, দলের নবগঠিত দিরাই উপজেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, সোয়েব হাসান, মঞ্জু মিয়া, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু ও যুগ্মআহ্বায়ক তানভীর হাসান।
লিখিত বক্তব্যে তাহির রায়হান চৌধুরী পাবেল জানান, ঘোষণা দিয়ে দিনে-দুপুরে দুই উপজেলায় ছোটো বড়ো জলমহাল লুট করা হচ্ছে, যা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি প্রকাশ করে। তবে বাস্তবতা হচ্ছে, কয়েক হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্র কয়েকজন সদস্যের পক্ষে কোনোভাবেই পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয়। তাই সম্মিলিত উদ্যোগ প্রযোজন। যারা সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এই লুটপাটে উৎসাহিত করছে নিঃসন্দেহে তারা এলাকার বিরুদ্ধে তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এ অবস্থা চলতে থাকলে সমাজ ব্যবস্থার শৃঙ্খলা কাঠামো ভেঙে পড়বে। তখন কেউ নিরাপদ থাকবে না।
তিনি বলেন, বড়ো দল হিসেবে এই কঠিন পরিস্থিতিতে বিএনপির অবস্থান পরিষ্কার করে ন্যক্কারজনক লুটপাটের বিরুদ্ধে জনসমর্থন গড়ে তুলতে হবে। বিএনপির কোনো নেতা-কর্মী যদি এর সাথে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে দল পিছপা হবে না।।
বিএনপি নেতা বলেন, এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি রাখতে হবে। প্রতিটি ইউনিয়নে তহশিলদার থাকার পরও কিভাবে জলমহাল শুকিয়ে মাছ আহরণ করা হয় সে ব্যাপারেও অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে। উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনারকে (ভূমি) এদিকে সার্বক্ষণিক খোঁজ রাখতে হবে, অন্যথায় এর দায় নিতে হবে।
প্রকৃত অপরাধীকে সঠিকভাবে শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, নিরপরাধ কেউ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।