দিরাইয়ের ভাটিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ || আহত ২৫ জন

No Image Available
  • আপডেট টাইম : March 05 2025, 17:49
  • 29 বার পঠিত
দিরাইয়ের ভাটিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ || আহত ২৫ জন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার পশ্চিমপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (৫ মার্চ/২০ ফাল্গুন) ইফতারের পূর্বক্ষণে ছালেক নূর মেম্বার ও বদরুল আলমের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
এলাকাবাসী জানান, ছালেক নূর মেম্বার ও বদরুল আলমের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ বেশ পুরনো। বুধবার ইফতারের পূর্ব মুহূর্তে ছালেক নূর মেম্বারের চাচাতো ভাই ওয়াকিব নূর গরু নিয়ে মাঠ থেকে প্রতিপক্ষের বাড়ির পাশ দিয়ে আসার সময় তাকে বাঁধা দেওয়া হয়। এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে আহতদের ১০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এবং গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার এএসআই মালেক রেজা জানান, কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।

এই ক্যাটাগরীর আরো খবর