মৌলভীবাজার জেলার পর্যটন শিল্প বিকাশে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

No Image Available
  • আপডেট টাইম : March 05 2025, 14:03
  • 23 বার পঠিত
মৌলভীবাজার জেলার পর্যটন শিল্প বিকাশে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ভ্রমণ পিপাসুদের কাছে পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করতে মৌলভীবাজার জেলার পর্যটন বিকাশে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ/২০ ফাল্গুন) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনারের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন। এতে পর্যটন উন্নয়নে চ্যালেঞ্জ, করণীয় ও টেকসই কার্যক্রম তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রশাসন বিভাগের অধ্যাপক মো আবদুল হামিদ।
প্রবন্ধে তিনি উল্লেখ করেন, মৌলভীবাজারের প্রকৃত সৌন্দর্যের মাত্র ১০ শতাংশ একজন ট্যুরিস্ট উপভোগ করতে পারেন; কিন্তু বাকি ৯০ শতাংশ নানা সংকটের কারণে উপভোগ করতে পারছেন না। তাই পর্যটন শিল্পের বিকাশে পর্যটনবান্ধব পরিবেশ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, দিনব্যাপী এ সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়ামীর আলী এবং রিসোর্ট কর্তপক্ষ ও টুরিস্ট পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নৃ-গোষ্ঠী প্রতিনিধি ও বিশিষ্ট জনেরা।
বক্তারা, প্রাকৃতিক বৈচিত্রে পরিপূর্ণ মৌলভীবাজারে পর্যটন শিল্পের বিকাশে নানা প্রস্তাব উপস্থাপন করেন।

এই ক্যাটাগরীর আরো খবর