ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলায় বালাগঞ্জ বার্তা ও নিরাপদ এনজিওর উদ্যাগে ১০ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি েউজেলার গোয়ালাবাজার লার্নিং পয়েন্ট হল রুমে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্ভোধন করেন, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন।
উদ্বধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, (পিপিএম, সেবা)। আরো উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক বদরুল আলম চৌধুরী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি শরিফ আহমদ চৌধুরী, সাংবাদিক সাইফুর এম রেফুল ও মানবাধিকার সংস্থার সভাপতি আরজু মিয়া।
সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা সম্পাদক- প্রকাশক শাহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে ও সাংবাদিক শহিদুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাকিবুল ইসলাম ও লিবা বেগম।
প্রশিক্ষণে ৩০ জন তরুণ ১৮ জন তরুণী অংশ গ্রহণ করেন।