জকিগঞ্জ প্রতিনিধি : এক সপ্তাহ ধরে সিলেটের জকিগঞ্জ উপজেলাজুড়ে বিরাজ করছে ডাকাত আতংক। তাই রাতের বেলা ডাকাত দলের আনাগোণা টের পেয়ে বিভিন্ন মসজিদে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে।
পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশ ডাকাত দলের অবস্থান সম্বন্ধে মানুষদের কাছে সতর্কবার্ পৌঁছে দিচ্ছে। অনেক এলাকায় রাত জেগে সাধারণ মানুষ পাহারা দিচ্ছেন।
এমন পরিস্থিতিতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ঘেচুয়া গ্রামের আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন (৩২), পঙ্গবট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০) ও মাঝবন্দ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ (৩৫)।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘেচুয়া এলাকায় অভিযান চালিয়ে এ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক পাচারের মামলা রয়েছে।