বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : পূবালী ব্যাংক পিএলসি হবিগঞ্জ বার লাইব্রেরি শাখা সিএসআরের আওতায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে ৪টি কম্পিউটার ক্রয়ের জন্য অর্থ প্রদান করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আইনজীবী সমিতির সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে ৪ লাখ টাকা হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন, নারী ও শিশু নির্যাতন ট্র্যাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মুমিনুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, স্পেশাল পিপি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সিলেট পূবালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের জিএম চৌধুরী মো শফিউল হাসান, প্রস্তাবিত হবিগঞ্জ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আবু হাসান মো কামরুজ্জামান, মৌলভীবাজার অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুশফিকুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হানান চৌধুরী, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, অ্যাডভোকেট মুদ্দত আলী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট আফজাল আহমেদ, অ্যাডভোকেট ফাতেমা খানম, হবিগঞ্জ শাখার এজিএম বাবুল চন্দ্র দাস, পূবালী ব্যাংক বার লাইব্রেরি শাখার ব্যবস্থাপক আশীষ রঞ্জন দেব ও টাউন মসজিদ শাখা ব্যবস্থাপক বিরাজ চক্রবর্তী। সভাপতিত্ব করেন, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রুমী। অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মোছাব্বির বকুল।