মাধবপুর প্রতিনিধি : এ বি ব্যাংক পিএলসি হবিগঞ্জ জেলার মাধবপুর শাখায় ‘গ্রাহক সম্মাননা’ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ বি ব্যাংক মাধবপুর কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাখা ব্যবস্থাপক মো লিয়াকত আলী খান সহ শাখার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকগণ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে তুলে ধরেন এবং একই সঙ্গে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন।
গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী এমরান খান ও পংকজ রায় সহ অন্যরা।
অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।