নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজা ও ৬৯ বোতল ফেনসিডিল সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ২ কেজি গাঁজা ও ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার এবং কাশিনগর গ্রামের আছমা আক্তার (৩৫, স্বামী জুম্মন মিয়া) ও বকুল আক্তার (৩৮, স্বামী সুমন মিয়া) এ দুই নারীকে গ্রেফতার করা হয়।
এছাড়া অপর এক অভিযানে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি/১২ ফাল্গুন) রাত আনুমানিক আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৬.২ কেজি গাঁজা এবং মো টিটু মিয়া (৪৪, পিতা মৃত আকবর আলী, বালুয়াকান্দা, সদর, নেত্রকোনা) ও মো ইউনুস মিয়াকে (৩৬, পিতা মৃত মোসলেম মিয়া, শান্তিপুর বড়বাড়ি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।