প্রধানমন্ত্রী হাওরের জন্যে ক্ষতিকর প্রকল্পের বিরুদ্ধে

  • আপডেট টাইম : September 12 2021, 15:19
  • 194 বার পঠিত
প্রধানমন্ত্রী হাওরের জন্যে ক্ষতিকর প্রকল্পের বিরুদ্ধে

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরের ক্ষতি হয়-এমন প্রকল্পের বিরুদ্ধে প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। আগামী প্রজন্মের কল্যাণের জন্যে পরিবেশকে রক্ষা করতে হবে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ শহারের ওয়েজখালিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন পর্বে তিনি একথা বলেন।
এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী হাওর এলাকার মানুষ ঠিকমত জীবনযাপন করতে পারছে কি না সে খবরও রাখেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, মহামারি করোনা সবকিছুকে ওলটপালট করে দিয়েছে। ফলে অনেক বাংলাদেশী প্রবাসে সমস্যায় পড়েছেন। অনেকে সমস্যায় পড়েছেন দেশে এসে। তবে সরকার সবার সমস্যা সমাধানে চেষ্টা করছে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম।

এই ক্যাটাগরীর আরো খবর