আইন-শৃঙ্খলার অবনতিরোধে সেনা বাহিনীকে কঠোর হতে নির্দেশ দেওয়ার আহ্বান

  • আপডেট টাইম : February 09 2025, 16:23
  • 40 বার পঠিত
আইন-শৃঙ্খলার অবনতিরোধে সেনা বাহিনীকে কঠোর হতে নির্দেশ দেওয়ার আহ্বান

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ ফ্যাসিস্টদের মতো অর্থনীতিকে ধ্বংস না করার আহবান জানিয়েছেন।
এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবদুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা এ ব্যাপারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তারা আরো বলেছেন, ইদানিং যেখানে সেখানে, যখন তখন, যে কেউ আন্দোলনের নামে মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে দেশ, সমাজ ও মানুষের শান্তির কথা ভেবে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা ও সচিব-আমলাদের পাশাপাশি সেনা বাহিনীরও সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দেশে ভাইয়ের উপর ভাই হামলা করছে, ছাত্র শিক্ষকের উপর হামলা করছে-পদত্যাগে বাধ্য করছে, পত্রিকা অফিসে হামলা-ভাংচুর ও চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। সাংবাদিকদের উপর চড়াওয়ের ঘটনা ঘটছে হাসিনা সরকারের আমলের চেয়েও ন্যাক্কারজনকভাবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দক্ষ, যোগ্য ও সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই।
অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে আইন-শৃঙ্খলার অবনতিরোধে পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনে সারাদেশে সেনা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিতে নেতৃবৃন্দ আহ্বান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর