বিশ্বনাথ উপজেলা সমিতির বনভোজন হয়ে উঠে নবীন-প্রবীণের মিলনমেলা

  • আপডেট টাইম : February 08 2025, 15:50
  • 20 বার পঠিত
বিশ্বনাথ উপজেলা সমিতির বনভোজন হয়ে উঠে নবীন-প্রবীণের মিলনমেলা

সিলেটের বিশ্বনাথ উপজেলা এলাকার বাইরে অবস্থানরত বিশ্বনাথবাসী উপজেলাবাসীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন বিশ্বনাথ উপজেলা সমিতির বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগরীর উপকণ্ঠে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় ফুড পার্ক কম্পাউন্ডে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নবীন-প্রবীণেরেএই মিলনমেলা বসে।
বনভোজনে সগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গ স্বঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনে ছিলো সংগঠন সম্পর্কে প্রবীণ সদস্যবৃন্দের স্মৃতিচারণ সহ সদস্য ও স দস্যদের গৃহিনী ও সন্তানদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান।
স্মৃতিচারণ পর্বে অংশ নেন, বিশ্বনাথ উপজেলা সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাবেক সভাপতি শাহ মতছির আলী, বীর মুক্তিযোদ্ধা সীতাব আলী, অধ্যক্ষ ড হাসমত উল্লাহ, মখলিছুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসট্রির প্রাক্তন সভাপতি এ টি এম শোয়েব, প্রয়াত সংসদ সদস্য নূরুল ইসলাম খানের সহধর্মিণী, আমিরুল ইসলাম চৌধুরী বাবু, আব্দুল মুমিন মামুন ও জালালাবাদ গ্যাস কোম্পানির এসিস্ট্যান্ট ম্যানেজার শাহরিয়ার মোহাম্মদ লোকমান, সংগঠনের বর্তমান সভাপতি শাখাওয়াত আলী সাহী, সাধারণ সম্পাদক শেখ আজাদ, বনভোজন আয়োজন উপ-কমিটির আহ্বায়ক আব্দুন নূর রুহেল, সদস্য নূরুজ্জামান সিদ্দিকী মুক্তা, অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান, আশরাফুল ইসলাম খান সুহেল ও মনিরুজ্জামান মনির।
বনভোজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার বিজয়ী আনোয়ার খান পান একটি রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার বিজয়ী আশরাফুল ইসলাম খান সুহেল পান একটি মাইক্রোওভেন ও তৃতীয় পুরস্কার বিজয়ী সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসট্রির প্রাক্তন সভাপতি এ টি এম শোয়েব পান একটি ইতালিয়ানো ডিনার সেট।
এছাড়া বনভোজনে অংশগ্রহণকারী সকল সদস্যকে সংগঠনের নাম ও মনোগ্রাম অঙ্কিত একটি করে আকর্ষণীয় দেয়াল ঘড়ি উপহার দেওয়া হয়।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর