চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম : February 08 2025, 07:42
  • 35 বার পঠিত
চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব চট্টগ্রাম মহানগরী থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গত ১৪ জানুয়ারি সকার ৭টার দিকে টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের স্টিলের পাইপের আঘাতে ইসরাফিল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ব্যাপারে তার ভাই ইসমাইল বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও র‌্যাব-৭ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌণ ২টার দিকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকায় অভিযান পরিচালনা চালায়।
এ সময় ইসরাফিল হত্যা মামলার পলাতক আসামি কসবা উপজেলার খেওড়া গ্রামের মজনু মিয়ার ছেলে মো বাবু মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর